
নতুন স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে প্রতিবছর আমাদের মধ্যে আসে পহেলা বৈশাখ। আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য-সংস্কৃতিকে ও প্রাচীন রাজাদের শাসনামল ধারণ করে ব্যতিক্রমী আয়োজনে বর্ষবরণ করেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব।
আজ(১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করে প্রেসক্লাবের সদস্যরা। শোভাযাত্রায় রাজার সাজে ছিলেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু ও মুঘল শাসনামলের সেনানায়ক লর্ড ক্লাইভের সাজে ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রুহুল আমীন রিপন। এছাড়া গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্য লাঙল-জোয়াল,মাছ ধরার পলো,কৃষকের গোয়ালঘরের মশা তাড়ানোর ব্যানি (খড়ের আঁটি), গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হুক্কাসহ নানা অনুষঙ্গ ছিল শোভাযাত্রায়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, নীলকণ্ঠ আইচ মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইফতেখার সুমন, সাবেক সদস্য সচিব সেলিম মন্ডল, সদস্য মোহাম্মদ আলী, হুমায়ূন কবীর, রেজাউল করিম রাজু, এহছানুল হক, আরিফুল হক, রাকিবুল ইসলাম শুভ, মহিউদ্দিন রানা প্রমুখ।
ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন,’ পৃথিবীতে খুব কম জাতিরই নিজস্ব নববর্ষ আছে- বাঙালিরা সেই ঐতিহ্যবাহী গর্বিত জাতি যাদের নিজস্ব নববর্ষ, নিজস্ব ভাষা, নিজস্ব শক্তিশালী বর্ণমালা আছে। পহেলা বৈশাখে নতুন বছর, নতুন দিন আসে। এদিনে আমরা নতুন জীবনের জয়গান গেয়ে উজ্জীবিত হই। বাঙালি ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে মেলে ধরতেই আমাদের এই আয়োজন। এসময় সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েন সভাপতি ও সম্পাদক।
The post রাজার সাজে-বাঙালি ঐতিহ্যে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের বর্ষবরণ appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.