
বাংলাদেশের নারী ফুটবলে রেফারি জয়া চাকমার পর সালমা আক্তার মনি ফুটবল মাঠে সহকারী রেফারি হয়েছেন। ফিফার স্বীকৃত সহকারী রেফারি হিসেবে পুনরায় ফিফার ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মনি। এবার ফিফার ফিটনেস পরীক্ষায় পাশ করা বাংলাদেশ থেকে ১১ জনের মধ্যে মনি একমাত্র নারী। খুশি হয়েছেন, আবার ফিফার স্বীকৃতি পাওয়ায়। তবে ভালোভাবে দায়িত্ব পাচ্ছেন না। টানা পাঁচ বছর ধরে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসছেন। … বিস্তারিত