
শনিবার প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্বে মোহামেডান ২-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংসকে। জোড়া গোল করেছেন মালির ফুটবলার মোহামেডানের অধিনায়ক সুলায়মান দিয়াবাতে। তার গোল দুটো মোহামেডান এবং কিংসের ফুটবলার কিংবা কোচ কর্মকর্তা, সবার চোখে লেগে আছে। কিংসের কর্মকর্তারা ভুলতে পারছেন না। দিয়াবাতে যেভাবে গোল করেছেন সেটাকে তারা আগুনে ঝলসে যাওয়া মনে করছেন। ব্রাজিলিয়ান ডিফেন্ডার এভাবে ভুল করবে, আর জাতীয় দলের খেলা… বিস্তারিত