মেঠোপথ পেরিয়ে যখন টেগরপুনি গেলাম তখন বেলা এগারোটা। সঙ্গে ছিলেন টেগরপুনি গ্রামের শাওন বড়ুয়া। ধানিজমির আইল দিয়ে যাওয়ার সময় পায়ে কাদা মেখে একাকার। সরু বাঁকখালী খাল আঁকাবাঁকা খালটি যেন আমাদের ছোট নদী। কয়েকজন জলদাস মাছ ধরতে ব্যস্ত। এক কিশোরীকে দেখলাম শালুক কুড়োচ্ছে। আমিও নেমে যেতে চাইলাম, শাওন থামাল। পানিতে জোঁক আছে।