
পয়লা বৈশাখ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কেন্দ্রিয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা। মেলায় শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি যুক্ত হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বাংলা নববর্ষ ১৪৩২ এর পহেলা বৈশাখ উদযাপন করতে আনন্দ শোভাযাত্রা করেছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। উচ্ছ্বাসে ভরা বর্ণিল এই শোভাযাত্রা ছিল উৎসবমুখর।
নববর্ষ উদযাপন উপলক্ষে চারুকলা অনুষদের আয়োজনে শিক্ষার্থীদের তৈরী বিভিন্ন মুখোশ, বিশালাকৃতির কাঠামো, ভাস্কর্য, কাঠের তৈরি স্ট্রাকচার ও মুখোশগুলো বৈশাখী শোভাযাত্রাকে আরও আকর্ষণীয় করে তোলে। ক্যাম্পাসের খোলা স্থান রঙিন আলপনা, ফেস্টুন ও ব্যানারে সজ্জিত করা হয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
The post বাংলা নববর্ষ উদযাপনে খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্ণিল আয়োজন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.