
নোবেলজয়ী প্রখ্যাত পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস য়োসা আর নেই। তিনি ৮৯ বছর বয়সে রাজধানী লিমায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। তার সন্তানরা সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন। তার মৃত্যুর মধ্য দিয়ে লাতিন আমেরিকার সাহিত্যের সোনালি যুগের একটি অধ্যায়ের অবসান ঘটলো।
১৯৩৬ সালে পেরুর অ্যারিকুইপায় জন্ম নেয়া য়োসা ২০১০ সালে নোবেল সাহিত্য পুরস্কার পান। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে দ্য টাইম অব দ্য হিরো, দ্য গ্রিন হাউস, আন্ট জুলিয়া অ্যান্ড দ্য স্ক্রিপ্টরাইটার, দ্য ওয়ার অব দ্য এন্ড অব দ্য ওয়াল্ড। তার বইগুলো প্রায় ৩০টি ভাষায় অনূদিত হয়েছে।
১৯৬০-৭০ দশকে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস ও হুলিও কোর্তাসারের মতো লেখকদের সঙ্গে তিনিও লাতিন সাহিত্যের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। খবর দ্য গার্ডিয়ানের।
প্রথমে সমাজতান্ত্রিক ভাবধারায় বিশ্বাসী হলেও পরে ডানপন্থায় ঝুঁকে যান তিনি। ১৯৯০ সালে পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পরাজিত হন। তার মৃত্যুতে পেরু সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
The post নোবেলজয়ী সাহিত্যিক মারিও বার্গাস য়োসার মৃত্যু, একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.