

বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জের দেহেরগতি ঈশ্বর নারায়ন মাধ্যমিক বিদ্যালয়ের বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের আয়োজনে এই বাংলা নববর্ষ ১৪৩২ বরণের আয়োজন করা হয়। পরে ‘এসো হে বৈশাখ’ গান গেয়ে পহেলা বৈশাখকে বরণ করে নেওয়া হয়।দেহেরগতি ঈশ্বর নারায়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এবিএম মোস্তাফিজুর রহমান ফারুকের নেতৃত্বে স্কুল থেকে সকাল সাড়ে ১০টায় ছাত্র, শিক্ষক ও অতিথিদের নিয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ বের হয়ে বিদ্যালয়ে প্রাঙ্গন প্রদক্ষিণ করে স্কুল মাঠে গিয়ে সমবেত হয়।শোভাযাত্রায় শেষে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেহেরগতি ঈশ্বর নারায়ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিপদ মিস্ত্র এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক।বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুভ এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন বিএনপির নেতা শফিউল আজম সিজার,সহকারী শিক্ষক মিজানুর রহমান,মিঠুন দাস,লিয়াকত,জুয়েল,সুজন, আসাদ,জাহিদ,মল্লিকা রানী প্রমুখ।বিদ্যালয়ের সভাপতি এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক বলেন,”নববর্ষ” কোনো দিবস পালনের অপেক্ষা না করেই বাংলা, বাঙ্গালী তথা এদেশের লোক-মানুষের নাড়ির স্পন্দন ও হৃদপিন্ড। জাতির স্বরূপ অবয়ব এইদিনে যেভাবে উন্মোচিত হয় তা আর কোনটিতে এভাবে হয়না বলে জাতির সম্প্রীত, ঐক্য ও সমগ্রতাকে উচ্চমাত্রায় বহন করে।
The post বাবুগঞ্জের দেহেরগতি ঈশ্বর নারায়ন মাধ্যমিক বিদ্যালয়ের পহেলা বৈশাখ উদযাপন appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.