
মহাবিশ্বের বিশালতা সবসময়ই মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। তারা, গ্যালাক্সি, নীহারিকা—এসব দৃশ্যমান বস্তু বা পদার্থের পাশাপাশি মহাবিশ্বে এমন ‘অদৃশ্য কিছু’ রয়েছে, যা বিজ্ঞানীদের মাথাব্যথার কারণ। এসব অদৃশ্য বিষয়গুলোই মূলক ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি।
দৃষ্টিজগতের বাইরে মহাবিশ্বের সম্পূর্ণ গঠনের প্রায় ৯৫ শতাংশই এই ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি। অথচ আমরা এদের সম্পর্কে খুব কমই জানি। এরাই… বিস্তারিত