
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর ময়মনসিংহ “ক” অঞ্চলের পরিদর্শক মোঃ আমিনুল কবির এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৪ হাজার ৮ শো পিস ইয়াবাসহ সুরাইয়া নামক এক মহিলাকে ১৪ এপ্রিল গ্রেফতার করেন। অভিযানে অংশ গ্রহন করেন, এ.এস.আই সর্বজনাব জহিরুল ইসলাম ভুইয়া, আমেনা বেগম, সিপাই মোঃ রাজু মিয়া, মোঃ সাব্বির আহমেদ, মাহমুদুল হাসান, সালমান ফার্সী, সারোয়ার হোসাইন নোমান, মোঃ শফিকুল ইসলাম নাঈম ও গাড়ীচালক মোঃ শরিফুল আলম।
আবভযানিক দল গোপন সংবদের প্রেক্ষিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন চর নিলক্ষিয়া দিঘলাপাড়া গ্রামস্থ সুরাইয়া আক্তার (৩০) নিজ দখলীয় বসতবাড়ীর পূর্ব দুয়ারী সেমি পাকা বসত ঘর ঘেরাও পূর্বক সুরািইয়াকে আটক করে। ঘটনাস্থলে রোকজনের উপস্থিতিতে এএসআই আমেনা বেগম এর মাধ্যমে সুরাইয়ার দেহ তল্লাশী করে ব্যাগের ভিতর অ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলটে ৪ হাজার৮ শো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করেন।
এ ব্যপারে কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে।
The post ময়মনসিংহ মাদক দ্রব্য নিঃ অভিযানে ৪ হাজার ৮ শো পিস ইয়াবাসহ সুরাইয়া গ্রেফতার appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.