
পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী এইচ এম আশিকের মৃত্যুর ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সোমবার (১৪ এপ্রিল) রাতে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
আদেশে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।
কমিটিতে পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মো. খালেদুর রহমান মিয়াকে আহবায়ক করার পাশাপাশি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল বাশার খান, মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. নিজাম উদ্দিন এবং ছাত্র প্রতিনিধি হিসেবে মো. মইন উদ্দিন, নুরে আল ফাহাদ ও মীম সাদাত শাহরিয়ার সহ মোট সাত জনকে সদস্য করা হয়েছে।
জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন,‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের চিহ্নিত করতেই এ কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’
উল্লেখ্য সোমবার দুপুরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আসিফ বন্ধুদের দুমকি জনতা কলেজ পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এ সময় তার বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তবে শিক্ষার্থীদের অভিযোগ হাসপাতালে নিয়ে আসলেও ইমারজেন্সি ও আইসিইউতে কোন ডাক্তার ছিল না। ৪০ মিনিট পরে চিকিৎসা শুরু হলেও সন্ধ্যা কিছু আগে আসিককে মৃত ঘোষণা করা হয়েছে।
শিক্ষার্থী আশিকের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত মৃত্যুর কারণ উদঘাটন করার পাশাপাশি সকল নাগরিকের মান সম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি জানান সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা।
The post পবিপ্রবির শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন: ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ। appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.