
একসঙ্গে মহাকাশে ঘুরে পৃথিবীতে ফিরে এসেছেন ৬ নারী। মহাকাশে পৌঁছে তাদের একজনকে গান গাইতেও শোনা গেছে। তিনি পপ শিল্পী কেটি পেরি। ১৯৬৩ সালের পর এর আগে মহাকাশের কোনো যাত্রায় পুরুষ ছিলেন না–এমন হয়নি। এর মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখাল জেফ বেজোসের মহাকাশ কোম্পানি ব্লু অরিজিন।
এই ছয়জন হলেন পপ তারকা কেটি পেরি, লেখক ও বেজোসের বাগদত্তা লরেন সানচেজ, সাংবাদিক ও টিভি উপস্থাপক গেইল কিং, নাগরিক অধিকার… বিস্তারিত