
জীবন একটাই। দ্বিতীয়বার জন্ম নেওয়ার সুযোগ নেই। এক জন্মেই হাজার জনমের ভালো কাজ করে যেতে হবে। একবার ব্যর্থ হলে বারবার তা চেষ্টা করতে হবে। কোনোভাবেই থেমে যাওয়া যাবে না। যতবার মৃত্যুর কাছ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে গেছি, ততবার নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি। জীবনে দুঃখবোধ থাকবেই। তাই বলে হতাশ হওয়া যাবে না। এর মধ্যেও নিজেকে গুটিয়ে নিয়েছি বহুবার। কখনো কখনো স্বেচ্ছায় নিজেকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছি। ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে নিজের মৃত্যু কার্যকর করতে চেয়েছি বহুবার। কিন্তু পারিনি। জীবন বড়ই বিচিত্র। ক্ষণে ক্ষণে রূপ বদলায়। ভিন্ন আবহে পথ চলতে চায়। ছন্দের পতন হয় মাঝেমধ্যে।