
এখনও দিব্যি মাঠ কাঁপিয়ে যাচ্ছেন লুকা মদরিচ। রিয়াল মাদ্রিদ লিজেন্ড খেলার মাঝে থাকতেই এবার দল কিনেছেন ইংলিশ লিগে! ইংলিশ ফুটবল লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে খেলা সোয়ানসি সিটির মালিকানা কিনেছেন তিনি। পুরোপুরি যদিও নয়, কিনেছেন আংশিক।
ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এবং গোল.কম-এর বরাত দিয়ে জানা গেছে, ক্রোয়াট মিডফিল্ডার ওয়েলশ ক্লাবটির কিছু অংশের মালিক হয়েছেন এবং দলের পরিচালনা… বিস্তারিত