
কুষ্টিয়া মডেল থানা সূত্র জানায়, ১৩ ফেব্রুয়ারি কুষ্টিয়া মডেল থানায় আসিফ নামের এক যুবক বাদী হয়ে একটি হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। গত বছরের ৫ আগস্ট জুলাই আন্দোলনে মোকাররম হোসেনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ করা হয়। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি রয়েছেন ১৫০ জন।