আমার ভয়, লজ্জা সব ভেঙে তোমাকে দিলাম আমার প্রথম চিঠি। তুমি না ছাপালেও কোনো কষ্ট নেই। কারণ, এই চিঠি ছাপানোর জন্য নয়, বরং আমার ভয় ভেঙে তোমাকে প্রথম চিঠি দিয়েছি এ জন্য।