সঙ্গে সঙ্গে তিনুর রাগ পানি হয়ে গেল। আলুভাজিও ওর ভালো লাগে না। তবু রুটির সঙ্গে ডিম আর আলুভাজি মিশিয়ে খেতে লাগল।