বাংলাদেশ নারী ক্রিকেট দলের দারুণ সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সফরে পাকিস্তানে একের পর এক জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা। স্কটল্যান্ড, পাকিস্তান ‘এ’, থাইল্যান্ড এবং সর্বশেষ আয়ারল্যান্ড সব দলের বিপক্ষেই এসেছে জয়। এসব দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি মিলেছে আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়েও। ব্যাটিং ও বোলিং র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার ও রাবেয়া খান।
বিশ্বকাপ বাছাইপর্বে থাইল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি ও আয়ারল্যান্ডের বিপক্ষে ফিফটি করে নিগার ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে পৌঁছেছেন ১৭তম স্থানে। একই ম্যাচে ৯৪ রানে অপরাজিত থাকা শারমিন আক্তার উঠেছেন ১১ ধাপ এগিয়ে ২৯ নম্বরে।
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানো ৬৭ রানের ইনিংস খেলা রিতু মনি এগিয়েছেন ১৬ ধাপ, এখন তিনি রয়েছেন ৮৮ নম্বরে।
বোলিং বিভাগেও এসেছে সাফল্য। লেগ স্পিনার রাবেয়া খান ৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৩তম অবস্থানে, যা তার ক্যারিয়ারসেরা। তার পাশাপাশি উন্নতি করেছেন ফাহিমা খাতুন (৪৮তম) এবং পেসার মারুফা আক্তার (৬০তম)।
বিশেষ করে থাইল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানের জয় ছিল বাংলাদেশের নারীদের ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়। ওই ম্যাচে নিগার ও শারমিনের ১৫২ রানের জুটি এবং রাবেয়ার বোলিং-নৈপুণ্যই গড়ে দেয় সেই বিশাল ব্যবধান।
বর্তমানে মেয়েদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট (ব্যাটিং), ইংল্যান্ডের সোফি একলেস্টোন (বোলিং), এবং অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার (অলরাউন্ডার)।
বাংলাদেশ নারী দলের এই পারফরম্যান্স শুধু র্যাঙ্কিংয়ে উন্নতি নয়, ভবিষ্যতের জন্যও এক বড় আশার বাতি হয়ে উঠেছে।
The post ক্যারিয়ারের সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে নিগার, শারমিন ও রাবেয়ারা appeared first on Bangladesher Khela.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024