
বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার সামিত সোম বাংলাদেশের জাতীয় ফুটবল দলে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে তার যোগাযোগ হয়েছে এবং প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। সামিতের লক্ষ্য ১০ জুন ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশের পরবর্তী ম্যাচে লাল-সবুজের জার্সিতে মাঠে নামা।
কানাডার নাগরিক হলেও সামিতের বাবা-মা বাংলাদেশের, ফলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন। এর প্রথম ধাপ হলো বাংলাদেশি পাসপোর্ট অর্জন, যা পেতে হলে আগে তার বাবা-মায়ের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করতে হবে।
বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম জানান, ‘আমরা ইতোমধ্যে তার জন্ম নিবন্ধনের কাজ শুরু করেছি। এটি হয়ে গেলে সামিত কানাডায় বাংলাদেশ হাই কমিশনে গিয়ে পাসপোর্টের আবেদন করবে। ক্লাবের ব্যস্ত সূচির মধ্যে যেন সে সহজে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারে, সে বিষয়টি আমরা নিশ্চিত করবো।’
পাসপোর্ট পাওয়ার পর সামিতকে কানাডিয়ান ফুটবল ফেডারেশন থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিতে হবে। এরপর ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আবেদন করে তাদের অনুমতি পেলে তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন।
তবে সময় খুবই কম। ১০ জুন ম্যাচ খেলাতে হলে বাফুফেকে ৩ জুনের মধ্যেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খেলোয়াড় নিবন্ধন করতে হবে এএফসি পোর্টালে। এ কারণেই সামিত এবং বাফুফে এখন পাসপোর্ট প্রক্রিয়াকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
প্রসঙ্গত, সামিত সোম কানাডার জাতীয় দলের হয়ে সিনিয়র পর্যায়ে তিনটি ম্যাচ খেলেছেন। মেজর সকার লিগের পর বর্তমানে তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন।
বাংলাদেশি ফুটবলপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন লাল-সবুজের জার্সিতে কবে দেখা যাবে সামিত সোমকে।
The post লাল-সবুজের জার্সিতে খেলতে যেসব ধাপ পেরোতে হবে সামিতকে appeared first on Bangladesher Khela.