
চলতি বছরের আগস্টে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে সফরে আসছে ভারত ক্রিকেট দল। তিন ওয়ানডে এবং তিন ম্যাচ টি-টোয়েন্টির সিরিজের জন্য মঙ্গলবার (১৫ এপ্রিল) সময়সূচি ঘোষণা করেছ বিসিবি।
আগামী ১৩ আগস্ট ঢাকায় পা দেয়ার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। এরপর ১৭ এবং ২০ আগস্ট সিরিজের প্রথম দুই ওয়ানডেতে মিরপুরে মুখোমুখি হবে দুই দল। দুই ওয়ানডে শেষে চট্টগ্রামে চলে যাবে দুই দল। ২৩ আগস্ট চট্টগ্রামে মাঠে গড়াবে তৃতীয় ওয়ানডে।
এরপর সেখানেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৬ আগস্ট প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে। এরপর সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ঢাকায় অনুষ্ঠিত হবে। ২৯ আগস্ট এবং ৩১ আগস্ট মিরপুরে মাঠে গড়াবে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি। সিরিজ শেষে ১ সেপ্টেম্বর দেশে ফিরে যাবে ভারতীয় দল।
গত কয়েক বছর ধরেই বাংলাদেশ-ভারত লড়াই নিয়ে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। এই দুই দলের লড়াইও উপভোগ করছে সকলে। আসন্ন সিরিজেও এই দুই দলের লড়াই সকলেই উপভোগ করবে।
The post আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারত appeared first on Bangladesher Khela.