
নারী বিশ্বকাপের বাছাইয়ে নিগার সুলতানা জ্যোতির ব্যাট যেন থামছেই না। প্রথম ম্যাচে সেঞ্চুরি এবং দ্বিতীয় ম্যাচে অর্ধশতকের দেখা পাওয়া এই ব্যাটার আজও (১৫ এপ্রিল) খেলেছেন ৮৩ রানের ঝোড়ো ইনিংস। তার বিধ্বংসী ব্যাটিংয়েই ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের দেখা পেয়েছে বাংলাদেশ।
লাহোরে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২৭৬ রান করেছে বাংলাদেশ।
৪ দিন আগে এই একই টুর্নামেন্টে থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রান করেছিল বাংলাদেশ। সেটিই ছিল বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। তবে রেকর্ড ভাঙতে এক সপ্তাহও লাগল না টাইগ্রেসদের।
ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে ৩৫ রানের জুটি গড়েন ইশমা তানজিম এবং পিংকি। নবম ওভারে চ্যাটার্জির শিকার হয়ে দলীয় ৩৫ রানে ফেরেন ইশমা। ২৯ বলে ১৪ রান করেছেন এই ওপেনার। পাওয়ারপ্লে থেকে ৪৩ রান করে বাংলাদেশ।
দ্বিতীয় উইকেট জুটিতে খেলার হাল ধরেন শারমিন আক্তার এবং পিংকি। শুরুতে দেখেশুনে ব্যাটিং করে ধীরে ধীরে রানের গতি বাড়িয়েছেন তারা।
৬৭ বলে নিজের ক্যারিয়ারের ১৫তম অর্ধশতক পূর্ণ করেন ফারজানা। শারমিন ফিফটি করেন ৫১ বলে।
ফিফটি করার পর দলীয় ১৩৮ রানে ক্যাথারিন ব্রাইসের বলে আউট হন শারমিন। ৭৯ বলে ৫৭ রান করে আউট হয়েছেন তিনি।
শারমিনের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি পিংকিও। ৮৪ বলে ৫৭ রান করে দলীয় ১৫৭ রানে আউট হন এই ওপেনার।
দুই সেট ব্যাটারের দ্রুত বিদায়ের পর হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা। গত দুই ম্যাচে সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরির দেখা পাওয়া এই ব্যাটার আজ ব্যাটিং করেছেন পুরোপুরি ভিন্ন মেজাজে। ব্যাটিংয়ের প্রায় পুরোটা সময়ই তার স্ট্রাইক রেট ছিল ১০০ এর ওপরে। ৩৯ বলে ক্যারিয়ারের সপ্তম অর্ধশতক পূর্ণ করেন তিনি।
তবে পিংকির বিদায়ের পর অন্যপ্রান্তে স্থায়ী হতে পারছিলেন না কেউ। ১৩ বলে ৯ রান করে আউট হন সোবাহানা মোস্তারি। গত ম্যাচ জয়ের নায়ক রিতু মনির ব্যাট থেকে আসে ১২ রান।শেষদিকে দুর্দান্ত ক্যামিও
ইনিংস খেলে জ্যোতিকে সঙ্গ দেন ফাহিমা খাতুন। স্পিন অলরাউন্ডারের ব্যাট থেকে আসে ২২ বলে ২৬ রান। জ্যোতি থামেন ৫৯ বলে ৮৩ রানে।
The post শারমিন-পিংকির ফিফটির পর জ্যোতির ঝড়ে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ appeared first on Bangladesher Khela.