
যশোর শহরের চাঁচড়া রায়পাড়া থেকে বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক যুবক হলেন, শহরের শংকরপুর ইছাহাক সড়কের হিরুজুল হকের ছেলে রাব্বিল হোসেন মানিক (২৪)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মনজুরুল হক ভুইয়া মঙ্গলবার বিকেলে বিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চাঁচড়া রায়পাড়া এলাকা অস্ত্রের মহড়া চলছে। তার ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মানিককে গ্রেপ্তার করা হয়। সে সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্বার করা হয়। তার বিরুদ্ধে নিজস্ব বাহিনী তৈরি করে এলাকায় ভয়-ভীতি প্রদর্শনসহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার অভিযোগ রয়েছে । এ বিষয়ে কোতোয়ালি থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।
খুলনা গেজেট/এএজে
The post যশোরে বিদেশি পিস্তলসহ যুবক আটক appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.