ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় পাকশী রেলওয়ের এমএস কলোনিতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পাকশী ইউনিয়নের হঠাৎপাড়া এলাকার ফজল মাতব্বরের ছেলে আয়নুল হক (৪০) ও এমএস কলোনির ফাতেমা খাতুন (৬৫)।
স্থানীয় বাসিন্দা আজিম উদ্দিন জানান, আয়নুল ইসলাম তার অটোরিকশা চার্জ দেয়ার জন্য এমএস কলোনিতে ফাতেমা খাতুনের গ্যারেজে যান। সেখানে চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত দুজনই বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) শাকিউল আজম বলেন, আমরা ঘটনাস্থলেই রয়েছি। পরবর্তী করণীয় নির্ধারণের জন্য আলোচনা চলছে।
The post অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ appeared first on সোনালী সংবাদ.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024