বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার ‘সফটওয়ার কর্মের পাইরেসি প্রতিরোধে কপিরাইট আইন, ২০২৩ এর ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট কপিরাইট বিশেষজ্ঞ খান মাহবুব। উপস্থাপিত প্রবন্ধের ওপর আলোচনা করেন প্রফেসর এম আহসান কবির। রাবি আইন বিভাগের সাথে বাংলাদেশ কপিরাইট অফিস এই সেমিনারের আয়োজন করে। রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের দোতলায় অনুষ্ঠিত দিনব্যাপী এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও আইন অনুষদের অধিকর্তা প্রফেসর আবু নাসের মো. ওয়াহিদ।
বাংলাদেশ কপিরাইট অফিসের কপিরাইট রেজিস্ট্রার (যুগ্ম সচিব) মিজানুর রহমানের সভাপতিত্বে এই সেমিনারে স্বাগত বক্তৃতা দেন কপিরাইট অফিসের উপ-রেজিস্ট্রার (যুগ্ম সচিব) এ কে ফজলুল হক ও আইন বিভাগের সভাপতি প্রফেসর সাঈদা আঞ্জু ধন্যবাদ জ্ঞাপন করেন।
সেমিনার উদ্বোধন করে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, কপিরাইটের সাথে মেধার সম্পর্ক অত্যন্ত নিবিড়। সৃষ্টিশীলতা, মেধা ও প্রতিভার বিকাশে কপিরাইট না থাকলে অন্যেরা সৃষ্টিশীলতায় উৎসাহিত হবে না। পাইরেসি নায্যতার পরিপন্থী। সফটওয়ারের মতো পণ্য সুরক্ষার জন্য কপিরাইট নিবন্ধন অত্যন্ত জরুরি। তবে আমাদের দেশে কিছু সীমাবদ্ধতার কারণে বাস্তবতাটাও উপলব্ধি করতে হবে।
আইন বিভাগের প্রফেসর মো. আব্দুল আলীম সেমিনারটি সঞ্চালনা করেন। আইন বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এই সেমিনারে প্রায় ৫০ জন বিভাগীয় সভাপতি ও শিক্ষক, শিক্ষার্থী, গবেষক অংশ নেন।
সেমিনারের আগে উপাচার্য আইন বিভাগের ১৯৯৫ ব্যাচের সৌজন্যে নির্মিত স্থাপনা ‘স্টাটিউট অব হিউম্যানিটি উদ্বোধন করেন। শিল্পী কনক কুমার পাঠক এই স্থাপনার নির্মাতা।
The post রাবিতে কপিরাইট আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত appeared first on সোনালী সংবাদ.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024