
শুরুতেই পরীক্ষা দিতে হয়েছে বার্সা কিপার উসচেখ শেসনিকে। চতুর্থ মিনিটে ম্যাক্সিমিলিয়ান বেইয়ারের বক্সের বাইরে থেকে নেওয়া শট থামান তিনি। দুই মিনিট পর ড্যানিয়েল সভেনসনকে রুখে দেন।
এভাবেই মুহুর্মুহু আক্রমণে বার্সার ঘাড়ে চেপে বসতে চেয়েছিল ডর্টমুন্ড। দুই অর্ধে একটি করে গোল দিয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছিল জার্মানরা।
নবম মিনিটে প্যাসকাল গ্রব বক্সের মধ্যে ফাউলের শিকার হন। বল বিপদমুক্ত করতে… বিস্তারিত