
বৃষ্টি থামতেই মানুষের ঢল নামে মেলার মাঠে। বিভিন্ন স্টলে জমতে থাকে ভিড়। কেউ খাচ্ছে ফুচকা-চটপটি, তো কেউ কিনছে খেলনা বা প্রসাধনী। একটু ব্যতিক্রমী একটা স্টল। সেখানে ভিড়টাও একটু যেন বেশি। স্টলটি বাগেরহাট বন্ধুসভার। সাজিয়েছে বইয়ের ডালা দিয়ে। প্রথমা প্রকাশনের সহযোগিতায় বৈশাখী মেলায় বইয়ের স্টল নিয়ে হাজির হয়েছে বইপ্রেমীদের কাছে। বিভিন্ন বয়সী ক্রেতা–দর্শনার্থীদের ভিড়ে জমজমাট থাকে স্টল প্রাঙ্গণ।