
ফরাসি বিপ্লবের শতবর্ষ উদ্যাপনকে সামনে রেখে নির্মিত হয় প্যারিসের আইফেল টাওয়ার। গুস্তাভ আইফেলের টাওয়ারটি নির্মাণে সময় লেগেছিল দুই বছর দুই মাস পাঁচ দিন। ১৯৮৯ সালে টাওয়ারটির কাজ শেষ হলে অনেক ফরাসি নাক সিঁটকায়। কিন্তু ধাতবখণ্ড দিয়ে তৈরি এই টাওয়ারটি প্রযুক্তি আর স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন হয়ে দাঁড়ায় পৃথিবীর বুকে।