
রিশাদ হোসেন ফিল্ডিং করছিলেন। টিভি ক্যামেরা তখন একবার রিশাদকে খুঁজে নিল। পিএসএলে ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা কিংবদন্তি ওয়াসিম আকরাম ঠিক সেই মুহূর্তে বললেন, ‘এই ছেলেকে আমার কাছে বাংলাদেশের ভবিষ্যৎ মনে হচ্ছে।’ রিশাদের লেগ ব্রেক আর গুগলিরও প্রশংসা করে গেলেন আকরাম। করবেন না–ই বা কেন? রিশাদ যে ততক্ষণে ৩ উইকেট পেয়ে গেছেন!
গত রোববারও ৩ উইকেট নিয়ে পিএসএলে নিজের অভিষেক ম্যাচটা রাঙিয়ে… বিস্তারিত