চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে বৈদ্যুটির শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে এক দম্পতি কোলে থাকা শিশুসন্তানসহ চলন্ত ট্রেন থেকে লাফ দেন। এতে ৮ মাস বয়সী হামদান নামের শিশুটির মৃত্যু হয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে লোহাগাড়ার আধুনগর স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শিশুটির বাবা আব্দুর রাজ্জাক ও মা লিজা আক্তার আহত হয়েছেন। বর্তমানে তারা লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রবাল এক্সপ্রেস ট্রেনটি লোহাগাড়ার আধুনগর স্টেশনে পৌঁছার আগ মুহূর্তে ট্রেনটির ড বগিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ সময় আতঙ্কে বগিটিতে থাকা রাজ্জাক এবং লিজা দম্পতি তাদের শিশুসন্তান হামদানকে নিয়ে লাফ দেয়। এতে তারা তিনজন আহত হন। পরে তাদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হামদানকে মৃত ঘোষণা করেন।
The post কক্সবাজারগামী ট্রেনে আগুন: আতঙ্কে দম্পতির লাফ, কোলে থাকা শিশুর মৃত্যু appeared first on Ctg Times.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024