
রাশিয়ার প্রয়াত বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির নিষিদ্ধ সংগঠনের পক্ষে কাজ করার দায়ে চার সাংবাদিককে সাজা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রায় শোনার পর দণ্ডপ্রাপ্ত এক সাংবাদিক সতর্ক করেন, রুশ সরকার আর বড়জোর বছর দেড়েক টিকবে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন আন্তোনিনা ফাভোরস্কায়া, সের্গেই কারেলিন, কনস্তান্তিন গাবভ এবং আরতেম ক্রিগার। তাদের প্রত্যেককে সাড়ে পাঁচ… বিস্তারিত