
মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ে স্পিনার নাহিদা আক্তারের ৪ উইকেট শিকারের পর ৩৪ রানে স্কটল্যান্ড নারী দলকে হারিয়ে হ্যাটট্রিক জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এটি বাংলাদেশের টানা তৃতীয় জয়।
বিশ্বকাপের মূল পর্বে খেলার আরও কাছে পৌঁছে গেল বাংলাদেশ দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) লাহোরের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক জ্যোতির ৮৩ রানের ঝোড়ো ইনিংস এবং ফারজানা হক পিংকী ও শারমিন আক্তার সুপ্তার ফিফটির সুবাদে নির্ধারিত ওভারে ওয়ানডেতে বাংলাদেশের রেকর্ড সর্বোচ্চ ২৭৬ রান তোলে।
ম্যাচের শুরুতে ওপেনিংয়ে নামেন ইশমা তানজিম ও ফারজানা হক পিংকি। দুজনে গড়েন ৩৫ রানের উদ্বোধনী জুটি। নবম ওভারে ১৪ রান করে বিদায় নেন ইশমা, তাকে ফেরান স্কটিশ বোলার চ্যাটার্জি।
এরপর উইকেটে আসেন শারমিন আক্তার। দ্বিতীয় উইকেট জুটিতে শারমিন ও পিংকি শুরুতে ধীরে খেললেও ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন। নিজের ১৫তম অর্ধশতকপূর্ণ করেন পিংকি ৬৭ বলে। অপরদিকে, শারমিন ফিফটি করেন মাত্র ৫১ বলে।
দলীয় ১৩৮ রানের মাথায় ৭৯ বলে ৫৭ রান করে আউট হন শারমিন আক্তার। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি যোগ দেন পিংকির সঙ্গে। দুজনে দলকে নিয়ে যান বড় সংগ্রহের পথে। ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক নিগার।
জবাবে খেলতে নেমে শুরুতেই চাপে পড়ে স্কটল্যান্ড। মাত্র ১১০ রানের মধ্যেই তারা হারায় ৭ উইকেট। এরপর প্রিয়নাজ চ্যাটার্জি ও স্লেটারের অষ্টম উইকেট জুটিতে আসে ১২৫ রান। প্রিয়নাজ ৬৩ বলে ৬১ রান করে ফিরলেও অপর প্রান্তে ৭৩ বলে ৬১ রানে অপরাজিত থাকেন স্লেটার। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
The post হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ appeared first on Ctg Times.