
ডিভোর্সের পর অনেকদিন পর হলিউড তারকা জনি ডেপকে অভিনয় করতে দেখা যায়নি। এবার দীর্ঘ বিরতির পরে নতুন রূপে সিনেমায় ফিরছেন বিশ্ববিখ্যাত এ অভিনেতা।
জনি ডেপের ফেরা নিয়ে ভ্যারাইটি লিখেছে, ডে ড্রিংকার সিনেমায় তাকে দেখা যাবে। প্রযোজনা প্রতিষ্ঠান লায়নগেট সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছে। সেই লুকে দেখা যায়, কোট গায়ে একদমই নতুন লুকে এই অভিনেতা। মাথার চুল ও দাড়ি–গোঁফ সাদা। একটি ডেস্কের… বিস্তারিত