
চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই ৩-০ গোলের পরাজয়! এমন হার যে কোনও ক্লাবের জন্যই পথের সমাপ্তি টেনে দিতে পারে। কিন্তু ক্লাবটা রিয়াল মাদ্রিদ বলেই শেষ কথাটা বলা যাচ্ছে না। এই ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য সব গল্প লিখেছে তারা। এবারও কি পারবে? সেটা জানা যাবে আজ রাতেই। দ্বিতীয় লেগে বুধবার রাত ১টায় বার্নাব্যুতে ঘরের মাঠে তারা আর্সেনালকে আতিথ্য দেবে।
প্রথম… বিস্তারিত