
খুলনার চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৬য় দফা দাবিতে ট্রেন আটকে দেওয়ার ৩ ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। খুলনা রেল স্টেশন মাষ্টার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার সকাল সোয়া ৯টার দিকে খুলনা রেল স্টেশন থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেন নগরীর বয়রা জংশন এলাকায় ট্রেন আটকে দেয় তারা।
শিক্ষার্থীরা ট্রেন অবরোধের কারণে খুলনা স্টেশন থেকে চিত্রা, রকেট, মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকে যায়। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে বেলা সাড়ে ১২ টার দিকে খুলনার সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
খুলনা গেজেট/এনএম
The post তিন ঘন্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.