
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসনের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বাসিন্দারা। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
জানা যায়, দফায় দফায় রাস্তা উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যায় বৃদ্ধি করা হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় দীর্ঘ ৫ বছরেও কাজ শেষ হয়নি ঈশ্বরগঞ্জ থেকে আঠারবাড়ী সড়কের। ভূমি অধিগ্রহণ জটিলতায় ৩ কিলোমিটার অংশে কাজ বন্ধ থাকায় চলাচলে ভোগান্তিতে পড়ছে স্থানীয়রা।
এরই ধারাবাহিকতা বুধবার বেলা ১১টায় ঈশ্বরগঞ্জ টু আঠারবাড়ী হাসপাতাল রোড এলাকায় সড়ক অবরোধ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয়রা। দীর্ঘক্ষণ সড়ক অবরোধ থাকায় যানবাহন চলাচলে বিঘ্নতার সৃষ্টি হয়। একপর্যায়ে প্রশাসনের উপস্থিতিতে অধিগ্রহণ জটিলতা দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে এমন আশ্বাসে স্থানীয়রা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
পৌর এলাকার কাকনহাটি গ্রামের জমির মালিক ফয়সল বলেন, আমাদের পৌর সভার ভিতরে অনেকের বাসা এবং দোকানপাট ভাঙতে হবে তাই অধিগ্রহণ ছাড়া কাজ করা এটা মোটেও সম্ভব না। তিনি আরও বলেন, এই মাসের মধ্যে যদি অধিগ্রহণের কাজ শেষ করে সড়কের কাজ সম্পন্ন না করে তাহলে আমারা আরও কঠিন কর্মসূচী দিবো। তাছাড়াও অধিগ্রহণ জটিলতার একটা কারণ হলো দালাল। তারা জমির মালিকপক্ষের নিকট থেকে অধিগ্রহণের টাকা বেশি পাইয়ে দিবে বলে ৩০ থেকে ৫০% পর্যন্ত টাকা দিতে হবে চুক্তি করে। এমন বিষয় নিয়ে ডিসি স্যার বরাবর অনেক অভিযোগ দেওয়া হয়েছে কিন্তু কোন কাজে আসে না। এটা আসলেই খুবই দুঃখজনক।
সড়ক ও জনপদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালাম বলেন, এরই মধ্যে প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। কিন্তু পৌর এলাকায় অধিগ্রহণ জটিলতার কারণে কাজ বন্ধ রয়েছে। তবে আমরা ঈশ্বরগঞ্জ থেকে হাটুলিয়ার অংশ পর্যন্ত অধিগ্রহণের ইস্টিমেট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেখান থেকে অনুমতি আসার পরেই টাকা বিতরণ করা হবে। আশাকরি দ্রুত সময়ের মধ্যে অধিগ্রহণ জটিলতা শেষ হবে।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ বলেন, বিষয়টি নিয়ে আমি সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে খুবই গুরুত্ব দিয়ে আলোচনা করেছি। বর্তমানে সড়কটির বেহাল দশা। আশাকরি খুব দ্রুত সময়ে এই জটিলতা দূর করে সড়কের কাজ শেষ করা হবে।
The post সড়ক নির্মানে ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসনের দাবীতে মানববন্ধন appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.