অনলাইন ডেস্ক :বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির (বিএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, উন্নতমানের গবেষণায় শিক্ষক ও রেসিডেন্ট সবাইকে উৎসাহের সঙ্গে এগিয়ে আসতে হবে। যা ইউনিভার্সিটির র্যাংকিং উন্নীতকরণে বড় ভূমিকা রাখবে।
তিনি বলেন, প্রকৃতপক্ষে, ইউনিভার্সিটির র্যাংকিংয়ের সঙ্গে অনেকগুলো বিষয় সম্পৃক্ত। জার্নাল ক্লাব ও ডিজিটাল লাইব্রেরির আধুনিকায়ন, আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা ও সমঝোতা বৃদ্ধি, উন্নতমানের গবেষণা নিশ্চিত করা জরুরি।
আজ বুধবার বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির র্যাংকিং বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে ভিসি এ কথা বলেন।
তিনি বলেন, গবেষণা হলো সত্যের সাক্ষ্য। গবেষণার মাধ্যমেই হাজার-হাজার, লাখ-লাখ মানুষের রোগ প্রতিরোধ করা সম্ভব।
সভায় বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমীন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. সাইফ উল্ল্যাহ মুন্সী, প্রিভেনটিভ এন্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হক, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, সহযোগী অধ্যাপক ডা. ফজলে রাব্বী চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ সোয়েব মোমেন মজুমদার, সহকারী অধ্যাপক ডা. মো. ফারুক ইসতিয়াক প্রমুখ। এছাড়াও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং জাতীয় ও আন্তর্জাতিক উভয়স্তরেই একটি প্রতিষ্ঠানের ধারণা এবং সুনামকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। র্যাংকিং একটি বিশ্ববিদ্যালয়ের উচ্চস্তরের শিক্ষার্থী এবং শিক্ষকমণ্ডলীর মনোযোগ আকর্ষণ, আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিতকরণ এবং গবেষণার জন্য তহবিল সংগ্রহের ক্ষমতাকে প্রভাবিত করে। র্যাংকিং প্রাতিষ্ঠানিক কর্মক্ষমতা মূল্যায়ন এবং নীতিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি মানদণ্ড হিসেবেও কাজ করে।
বিশ্বব্যাপী শিক্ষায় ক্রমবর্ধমান প্রতিযোগিতার পরিপ্রেক্ষিতে, প্রতিযোগিতামূলক এবং প্রাসঙ্গিক থাকার জন্য এই বিশ্ববিদ্যালয়কে র্যাংকিং মানদণ্ডের সঙ্গে অগ্রসর হতে হবে বলে বক্তারা মতামত প্রকাশ করেন।
সভায় আন্ডারস্ট্যান্ডিং র্যাংকিং সিস্টেমস, প্রোপোজ স্ট্র্যাটেজিক ডিরেকশনস, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) নিয়ে আলোচনা হয়।
প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) বলেন, র্যাংকিংয়ের সঙ্গে উন্নতমানের গবেষণা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আবার উন্নতমানের গবেষণা নিশ্চিত করতে গবেষণার ফান্ড বৃদ্ধি করা প্রয়োজন। আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় তা নিশ্চিত করাও জরুরি।
সূত্র: বাসস
The post উন্নতমানের গবেষণায় সবাইকে উৎসাহের সঙ্গে এগিয়ে আসতে হবে: ভিসি বিএমইউ appeared first on সোনালী সংবাদ.