এব্যাপারে জামায়াতে যোগদানকৃত নবানু পাল জানান, জামায়াতের আদর্শ আমাদের পছন্দ হয়েছে, কারন”আমরা দীর্ঘ ৩০ বছর যাবত একটা জমি নিয়ে ঝামেলায় পড়েছিলাম,বিগত সরকারের আমলে অনেক নেতার কাছে গিয়েছি, টাকা খরচ করেছি কিন্তু কোনো সমাধান পাইনি,জামায়াত নেতা খাইরুল ইসলাম চান মিয়া কোন রকম আর্থিক সুবিধা ছাড়াই আমাদের সেই জমির সমস্যাটি সমাধান করে দেন।
৯নং ওয়ার্ড সভাপতি হাফেজ ইলিয়াস হোসাইনের নেতৃত্বে দাওয়াতী কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াত সেক্রেটারী অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আইনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর মিডিয়া বিভাগের সভাপতি ও পলাশবাড়ী প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক মোহাম্মাদ আব্দুল মতিন। আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড সহ-সভাপতি ও তরুণ উদ্যোক্তা শাকিল আহমেদ, ৯নং ওয়ার্ড সেক্রেটারী মমিনুল ইসলাম, ছাত্র ও যুব বিভাগের ওয়ার্ড সভাপতি রাজু আহমেদ।