বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বিয়ের ১১ দিন পর বৃস্টি খাতুন (২৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার বিকাল ৫টায় পুলিশ বৃস্টির নিজ ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
বৃস্টি খাতুন গড়গড়ি ইউনিয়নের জোতরাঘব কবরস্থান গ্রামের আবদুল লতিফের স্ত্রী। এ বিষয়ে বাঘা থানার ওসি আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, গড়গড়ি ইউনিয়নের জোতরাঘব কবরস্থান গ্রামের নজরুল ইসলামের ছেলে আবদুল লতিফের সাথে একই গ্রামের বৃস্টি খাতুনের ১১ দিন আগে বিয়ে হয়। বিয়ের ৮ দিন পর বৃস্টি খাতুনের স্বামী আবদুল লতিফ ঢাকায় এক কোম্পানিতে চাকরির সুবাদে চলে যায়।
স্বামী ঢাকায় চলে যাওয়ার দুইদিন পর নিজ ঘরে তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বৃস্টি। এসময় পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। তদন্ত চলছে।
The post বাঘায় বিয়ের ১১ দিন পর গৃহবধূর আত্মহত্যা appeared first on সোনালী সংবাদ.