
ঘটনাটি মাস কয়েক আগের। ভোরবেলা বিছানা ছাড়তে বেশ কষ্ট হচ্ছিল আমার। প্রায় ১৭ বছরের পুরনো ব্যথা মাথাচাড়া দিয়েছে। তবে কারণ বুঝতে আমার কষ্ট হলো না। আগের দিন বেশ কয়েক ঘণ্টা একনাগাড়ে কেটেছে ল্যাপটপের সামনে চেয়ারে বসে। ক্লাস, পরীক্ষা না থাকায় কর্মস্থলে না গিয়ে বিশ্রামের সিদ্ধান্ত নিলাম। সকালের নাস্তা কোনোভাবে সেরে আবার বিছানায় গা এলিয়ে দিলাম আমি। একপর্যায়ে দু’চোখ এঁটে আসে আমার। এর মাঝে আসে… বিস্তারিত