নববর্ষের শুভক্ষণকে স্মরণীয় করে রাখতে কাটা হয় একটি কেক, যার ওপর লেখা ছিল ‘শুভ নববর্ষ ১৪৩২’। এরপর শুরু হয় গান, কবিতা ও আড্ডার পর্ব। কেউ গেয়ে শোনান প্রিয় গান, কেউ আবৃত্তি করেন বাংলা কবিতা, কেউবা মেতে ওঠেন গল্প-আড্ডায়। আয়োজনজুড়ে ছিল প্রাণের ছোঁয়া আর আনন্দের রং।