স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগে দারিদ্রের হার ১৬ দশমিক ৭ ভাগ, যা দেশের মধ্যে কম দরিদ্র বিবেচনায় তৃতীয়। এমন তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আয়োজিত ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ শীর্ষক কর্মশালায় এ তথ্য জানানো হয়। বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ও অতিরিক্ত ডিআইজি সারোয়ার জাহান।
কর্মশালায় ‘দারিদ্র্য মানচিত্র ২০২২’ বিষয়ে উপস্থাপনায় বলা হয়েছে দেশের গড় দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ ভাগ। যেখানে শহরাঞ্চলে এই হার ১৪ দশমিক ৭ ভাগ এবং গ্রামাঞ্চলে তা ২০ দশমিক ৫ ভাগ। রাজশাহী বিভাগে শহর ও গ্রাম এলাকায় দারিদ্র্যের হার যথাক্রমে ১৪ দশমিক ৯ ভাগ এবং ১৭ দশমিক ২ ভাগ।
জেলাভিত্তিক পর্যালোচনায় দেখা যায় রাজশাহী বিভাগে সর্বনিম্ন দারিদ্র্যের হার সিরাজগঞ্জে ১০ দশমিক ৯ ভাগ এবং সর্বোচ্চ চাঁপাইনবাবগঞ্জে ৩৪ দশমিক ৭ ভাগ। আর রাজশাহী জেলায় দারিদ্র্যের হার ১৫ দশমিক ৫ ভাগ।
উল্লেখ্য যে, খানার আয়-ব্যয় জরিপের মাধ্যমে এ দারিদ্র্য মানচিত্র প্রণয়ন করা হয়। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ জরিপের তথ্য সংগ্রহ করা হয় এবং ২০২৫ সালের জানুয়ারিতে ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ প্রকাশ করা হয়। বিভাগীয় পর্যায়ে রাজশাহীতেই প্রথম এমন কর্মশালা অনুষ্ঠিত হলো মর্মে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন।
The post দেশের তৃতীয় কম দরিদ্র এলাকা রাজশাহী বিভাগ appeared first on সোনালী সংবাদ.