
পল্টু নামের একটি কিশোর ছেলে তারিনখুড়োর গল্পের প্রধান শ্রোতা। পল্টু ছোটবেলা থেকেই তাকে তাদের বালিগঞ্জের বাড়িতে ঘন ঘন আসতে দেখেছে। পল্টুর জন্মের আগে তারিণীখুড়ো এবং তার পরিবার ঢাকাতে পল্টুদের প্রতিবেশী ছিল। পল্টুর বাবা তাকে ‘খুড়ো’ বলে ডাকত। তাই পল্টু ও তার পাঁচ বন্ধু তাকে খুড়ো বলেই ডাকে। তারিণীখুড়ো পল্টুদের বাড়িতে এলে তার বন্ধুরা সেখানে এসে ভিড় করে এবং খুড়োর কাছ থেকে আশ্চর্য সব গল্প শোনে।