প্রকাশ পেল বন্ধু মেঘার প্রথম মৌলিক গান ‘অপেক্ষা’

গানটি পরিবেশনের আগেই মেঘা গানটির পেছনের গল্প শোনান। নিজের অনুভূতি, চিন্তা ও সুর তৈরির প্রক্রিয়ার কথা জানিয়ে তিনি বলেন, “‘অপেক্ষায়” আমার জীবনের এক নিঃশব্দ সংলাপ—যা এখন সবার সঙ্গে ভাগাভাগি করতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ।’

Leave a Comment