চোট যেন নেইমারের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ফের একবার মাঠ থেকে কার্টে করে বেরিয়ে যেতে দেখা গেল এই ব্রাজিলিয়ান তারকাকে। হতাশায় মুখ ঢেকে রাখলেও চোখের পানি আর ধরে রাখতে পারেননি। ভক্তদের আশঙ্কা আবারও সত্যি হলো—পুরোনো চোট ফিরে এল নেইমারের বাঁ ঊরুতে।
ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে খেলতে নেমে অ্যাথলেটিকো মিনেইরোর বিপক্ষে ম্যাচেই ঘটে এই দুর্ঘটনা। সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় ছিল নেইমারের… বিস্তারিত

Leave a Reply