বছরের প্রথম সকাল শুরু হয় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে। প্রাণবন্ত এই উৎসবে ছিল হাতি–ঘোড়া প্রদর্শন, নাগরদোলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালির ঐতিহ্যবাহী জিনিস ও খাবারের বিভিন্ন স্টল। পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভারও একটি স্টল ছিল। স্টলে ছিল হাত ও মুখে আলপনা আঁকার ব্যবস্থা, হাত–মাথার গাজরা, বিভিন্ন রঙের আবির, আলতাসহ আরও অনেক কিছু। স্টলটিকে আকর্ষণীয় করতে বাঙালির নানা চিত্র ও কারুকার্য দ্বারা সাজানো হয়।