
মেলা আর পালাপার্বণের দেশ বাংলাদেশ। বউমেলা, জামাই মেলা, মাছের মেলা, বই ও বৈশাখী মেলা ছাড়াও দুর্লভ ফকির মেলার দেখা মেলে টাঙ্গাইলে। সামাজিক বিবর্তনে বাঙালির জীবনধারা পালটে গেলেও লৌকিক বিশ্বাসভিত্তিক আদি সংস্কৃতির ফকির মেলা এখনো টিকে রয়েছে। মেলার সঙ্গে সুস্থ বিনোদন ও গ্রাম্য অর্থনীতি জড়িত থাকলেও ফকির মেলায় মানবিকতার উচ্ছ্বাস আর আসমানি বালামুছিবত দূরের বাসনা জড়িত।
সমাজ বিজ্ঞানের ভাষায়, যারা… বিস্তারিত