
অনলাইন ডেস্ক : গাজা উপত্যকায় গত দিনে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতার-ভিত্তিক আল জাজিরা টিভি চ্যানেল-এর উদ্ধৃতি দিয়ে দুবাই থেকে বার্তাসংস্থা তাস এ খবর জানায়।
সম্প্রচারক সংস্থাটি জানায়, দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবু শিবিরে ইসরাইলি হামলায় ১৫ জন নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। গাজা সিটিতে হামলায় ফিলিস্তিনি আলোকচিত্রী ফাতিমা হাসোনা ও তার পরিবারের দশ সদস্য নিহত হয়েছেন।
১৮ মার্চ, ইসরাইলি সেনাবাহিনী জানুয়ারিতে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় পুনরায় সামরিক অভিযান শুরু করে ছিটমহলে তীব্র হামলা চালায়।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, মধ্যস্থতাকারী মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব হামাস প্রত্যাখ্যান করার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইসর্ইালি কর্তৃপক্ষ জানায়, এই অভিযানের লক্ষ্য হল গাজায় আটক সকল জিম্মির মুক্তি নিশ্চিত করা। অন্যদিকে, হামাস সামরিক তৎপরতা পুনরায় শুরু করার জন্য ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।
সূত্র: বাসস
The post গাজা উপত্যকায় গত দিনে ইসরাইলি হামলায় ৩৫ জন ফিলিস্তিনি নিহত appeared first on সোনালী সংবাদ.