
মিডিয়া দর্পণ স্বরূপ। এই দর্পণে সমাজের সংগতি-অসংগতি ভেসে উঠে, আলো-অন্ধকার ধরা পড়ে। প্রতিফলিত হয় মানুষের জীবনের বোধ, রুচিবোধ। তবে দর্পণে খাদ সৃষ্টি হলে যেমন অস্বচ্ছ প্রতিবিম্ব তৈরি হয় তেমনি মিডিয়া অপসংস্কৃতি বা অপব্যক্তি দ্বারা প্রভাবিত হতে থাকলে তার সৃষ্ট প্রতিফলন অসম্পন্ন রয়ে যায়। এই অসম্পূর্ণতা সমাজের বৃহৎ জনগোষ্ঠীর মনন ও দৃষ্টিভঙ্গিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ইন্টারনেটের সহজলভ্যতায়… বিস্তারিত