
গ্রুপ পর্ব শেষে মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের খেলা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সুপার লিগের তিন ম্যাচেই বৃষ্টি বাগড়া দিয়েছে। বৃষ্টিস্নাত দিনে লিজেন্ডস অব রূপগঞ্জ ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাদের হারের দিনে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারায় গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। আর নাঈম ইসলামের বিধ্বংসী ব্যাটিংয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৩ উইকেটের জয় পায় নবাগত দল গুলশান ক্রিকেট ক্লাব।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে মোহামেডান ২৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে। ওপেনার আনিসুল ইসলাম ইমন সর্বোচ্চ ৩৫ রান করেন। পরে বৃষ্টি নামলে ২২ ওভারে নেমে আসা ম্যাচে ৯৪ রানের লক্ষ্য পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। ১৩.২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয় পায় দলটি। তবে রূপগঞ্জের ওপেনার তানজিদ তামিম শূন্য করেন। অন্য ওপেনার সাইফ হাসান ৫৫ ও তিনে নামা সৌম্য ৩৬ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
বিকেএসপির ৩ নম্বর মাঠে আবাহনীর বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। বৃষ্টি নামার আগে ২৪.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৯ রান তুলতে পারে তারা। পরে ডার্ক লুইস পদ্ধতিতে আবাহনীর সামনে ২২ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১৫৭ রানের। ওই রান তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৯.২ ওভারে জয় তুলে নেয় আকাশী হলুদ শিবির। আবাহনীর হয়ে শামসুল ইসলাম অনিক ২৫* ও মাহফুজুর রাব্বি ২০* রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। অগ্রণী ব্যাংকের পক্ষে ইমরুল কায়েস ৪৮* রান করেন।
বিকেএসপির ৪ নম্বর মাঠে গাজী গ্রুপ ২৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১০ রান তোলে। গুলশান ক্লাবকে ২২ ওভারে ১৬৫ রানের লক্ষ্য দেওয়া হয়। ২ বল থাকতে জয় তুলে নেয় গুলশান। দলটির হয়ে মেহেদী হাসান ২৪ বলে ৪৩ রান করেন। নাঈম ইসলাম ৩৩ বলে ৫৬ রান করে দলকে জেতান।
The post মোহামেডানের হারের দিনে জিতল আবাহনী appeared first on Bangladesher Khela.