প্রথমবারের মতো বিদেশি লিগে খেলতে গেছেন রিশাদ হোসেন। আর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে নেমেই বাজিমাত করে চলেছেন বাংলাদেশের এই তরুণ স্পিনার। টানা দুই ম্যাচে ৩ উইকেট করে শিকার করে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি বনে গেছেন। তার এমন পারফর্মম্যান্সে খুশি বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সিলেটে গলমাধ্যমের মুখোমুখি হয়ে রিশাদের পারফরম্যান্স প্রসঙ্গে নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘রিশাদেন সাথে কালকে কথা হয়েছে এবং ও খুব ফোকাসড আছে। ভালো রেজাল্ট করাটা খুব জরুরি। শুরুতেই ভালো খেলেছে এটা ওকে কনফিডেন্স দেবে। দলে ওর জায়গাটা আরেকটু শক্ত করবে, যেটা ওর জন্য খুব জরুরি ছিল।’
পিএসএলের দশম আসরে নিজের প্রথম ম্যাচটা বেঞ্চে বসে কাটাতে হয়েছিল রিশাদের। সেই ম্যাচে লাহোর পাত্তাই পায়নি ইসলামাবাদ ইউনাইটেডের কাছে। তবে রিশাদ একাদশে ফেরার পরের দুই ম্যাচে পেয়েছে যথাক্রমে ৭৯ রান ও ৬৫ রানের বিশাল দুই জয়, তাও কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স ও করাচি কিংসের মতো দলের বিপক্ষে। সব মিলে রিশাদ যেন শাহীন-বিলিংসদের জন্য হয়ে উঠেছেন আশীর্বাদ
কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে ৩১ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রিশাদ। পরে করাচি কিংসের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচেও ঝলক দেখান এই বাংলাদেশি। সেই সঙ্গে পিএসএলে করলেন ক্যারিয়ার সেরা বোলিং। ২৬ রান খরচায় প্রতিপক্ষের মূল্যবান তিন উইকেট তুলে নেন রিশাদ।
পিএসএলের পর রিশাদকে পরিণত অবস্থায় পাওয়ার আশা ফাহিমের, ‘সে তরুণ একজন খেলোয়াড় এবং খুব বেশি অভিজ্ঞ না। বাইরে এভাবে খেলার অভিজ্ঞতা ওর নেই। তো আমি আশা করব যে এটাকে ও দারুণভাবে কাজে লাগাবে। যখন ফেরত আসবে আমরা ওকে অন্য এক রিশাদ হিসেবে পাবো এবং পরিণত এক রিশাদকে আমরা হয়তোবা পাবো।’
The post পিএসএলে উড়ছেন রিশাদ appeared first on Bangladesher Khela.