
চলতি মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২০ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। ৫০ টাকা খরচে আসন্ন ম্যাচটি দেখতে পারবেন দর্শকরা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকেটের মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্ব দিকের গ্যালারির টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৫০ টাকা।
স্বাভাবিকভাবেই গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের দাম সবচেয়ে বেশি- ৫০০ টাকা। শহীদ আবু সাইদ স্ট্যান্ড ১০০, পূর্ব গ্যালারি (ফটক-২) ১৫০ ও ক্লাব হাউজের টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি), পূর্ব গ্যালারি (ফটক-৩) ও গ্রিন হিল এরিয়ার টিকেট পাওয়া যাবে ৫০ টাকায়।
নতুন বছরে ঘরের মাঠে প্রথম সিরিজে অনলাইনে টিকেট বিক্রি থেকে সরে এসেছে বিসিবি। সশরীরে কিনতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের টিকেট। মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় শুক্রবার সকাল ১০টা থেকে পাওয়া যাবে ওই ম্যাচের টিকেট। পরদিন সকাল ১০টা থেকে স্টেডিয়ামের বুথেও টিকেট বিক্রি করা হবে।
বিভিন্ন ক্যাটাগরির টিকিট মূল্য :
গ্র্যান্ড স্ট্যান্ড : ৫০০ টাকা
ক্লাব হাউজ : ২৫০ টাকা
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড : ১০০ টাকা
গ্রিন হিল এরিয়া : ৫০ টাকা
ইস্টার্ন গ্যালারি (৩ নম্বর গেট) : ৫০ টাকা
ইস্টার্ন গ্যালারি (২ নম্বর গেট) : ১৫০ টাকা
শহীদ তুরাব স্ট্যান্ড (ওয়েস্ট গ্যালারি) : ৫০ টাকা
The post সিলেট টেস্টের টিকিটের দাম জানালো বিসিবি appeared first on Bangladesher Khela.